শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

মধ্যপাড়া রেঞ্জের বন বিভাগের জমি উদ্ধার  

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

মধ্যপাড়া রেঞ্জের বন বিভাগের জমি উদ্ধার  

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মধ্যপাড়া রেঞ্জের আওতায় কুশদহ্ ইউনিয়নের বাংলাদেশ বন অধিদপ্তরের ৪৪.৯৫ একর জমি অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার হয়েছে।

শুক্রবার (২জুন) মধ্যপাড়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. উজ্জ্বল হোসেন সাইন বোর্ড লটকিয়ে জমি উদ্ধারের কার্যক্রম উদ্বোধন করেন। 

২০২২-২৩ ইং সনের সৃজিতব্য বাগান এলাকা নবাবগঞ্জের কুশদহ্ ইউনিয়নের কুশদহ্ মৌজার দাগ নং- ১৮২, জমির পরিমান ৮ একর, দাগ নং-২০০৭, জমির পরিমান-৪.৯৯ একর, দাগ নং-২০০৮, জমির পরিমান- ১.৩০ একর, দাগ নং- ২০০৯, জমির পরিমান- ০.৪১ একর, দাগ নং- ২০১০, জমির পরিমান-১.৬৩ একর, দাগ নং- ২০১১, জমির পরিমান-১.৪৫ একর, দাগ নং- ২০১৮, জমির পরিমান- ১.৮০ একর, দাগ নং- ২০১৬, জমির পরিমান- ১.০০ একর, দাগ নং- ২০১৭, জমির পরিমান- ১.০০ একর, দাগ নং-২০১৯, জমির পরিমান-৯.০০ একর, দাগ নং- ২৩১৭, জমির পরিমান-০.৪০ একর, দাগ নং- ২৩১৩, জমির পরিমান-০.৬৯ একর, দাগ নং-২৩২৫, জমির পরিমান-০.৫০, দাগ নং-২৩১২, জমির পরিমান-১.৬৯ একর, দাগ নং- ২৩০৯, জমির পরিমান-২.৪৭ একর, দাগ নং-১১৭, জমির পরিমান-৬.৭২ একর, দাগ নং- ২৩২২, ২৩২৫, ২৩২৬, ২৩২৯ ৪টি দাগে জমির পরিমান-১০.০০ একর। মোট জমির পরিমান ৪৪.৯৫ একর। 

দীর্ঘদিন ধরে এক শ্রেণির ভূমিদসু্যুরা বন বিভাগের জমি দখল করে চাষাবাদ করে খাচ্ছিল। বন বিভাগ কর্তৃপক্ষ এসব জমি উদ্ধার করেন এবং নিজস্ব আয়ত্বে নেন। এই জমিতে সরকারি বরাদ্দ পাওয়া গেলে সেখানে বনজ ও ফলজ বাগান স্থাপন করা হবে। 

এ সময় উপস্থিত ছিলেন মধ্যপাড়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. উজ্জল হোসেন, সহযোগী রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল হাই, বিট কর্মকর্তা মো. সাইফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা। 

টিএইচ